কর্ণাটকের ১৫টি স্কুল বোম দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি

কর্ণাটকের ১৫টি স্কুলে বোমাতঙ্কের খবর প্রকাশ্যের আসার পর স্কুল গুলোয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কর্ণাটকের ১৫টি স্কুল বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। শুক্রবার বেঙ্গালুরুতে সিদ্দরামাইয়া বলেন, ‘‘স্কুল গুলোর এবং পড়ুয়াদের নিরাপত্তার জন্য যাবতঈব ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিভাবকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’’

প্রশাসন সূত্রে খবর ইমেইল মারফত ১৫টি স্কুলে বোমাতঙ্কের হুমকি দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর কথায় পুলিশ স্কুল গুলোর পাশাপাশি তার সংলগ্ন এলাকা গুলোতেও তল্লাসি চালাবে এবং নিরাপত্তা জোরদার করবে। স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন যে, যে বা যারা এই হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। তবে এই ঘটনার পিছনে কারা রয়েছে তা এখনও জানা যায়নি। পরমেশ্বর জানিয়েছে, ‘‘গত বছরও এই ধরনের হুমকি এসেছিল। কিন্তু সরকার চুপ করে বসে নেই। প্রশাসনের পক্ষ থেকে যথাযত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধীদের খোঁজার চেষ্টা চলছে।’’

হুমকি মেইল পাওয়া কয়েকটি স্কুলে ইতিমধ্যে উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ঘুরে দেখেছেন। সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের সাথে কথাও বলেছেন তিনি।

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন যে পুলিশ এবং বোম স্কোয়াডের আধিকারিকরা স্কুল গুলোর চারিদিক ঘুরে দেখছেন। গণশক্তি

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও