জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিল আমেরিকা

ইসরাইল-গাজা যুদ্ধের দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতি থামার লক্ষণ দেখা যাচ্ছে না। এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েল বেশ কয়েকটি স্থানে গাজায়  হামলা চালিয়েছে। শুক্রবার যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের প্রচেষ্টা বন্ধ করে দিয়েছে আমেরিকা। আমেরিকার কারণে জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব পাস করা যায়নি। এদিন আমেরিকা এই প্রস্তাবে ভেটো দেয়।

জাতিসংঘের উপস্থাপিত প্রস্তাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব জিম্মিকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ১৩টি দেশ যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য। শেষ পর্যন্ত আমেরিকা ভেটো দিলে প্রস্তাবটি আটকে যায়। ইহুদিবাদী ইসরাইল দেশটি হামাসকে নির্মূল করার শপথ নিয়ে গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে। আমেরিকা ইসরায়েলকে পূর্ণ সমর্থন করছে।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রতিনিধি গাজার বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের ‘কঠোর’ এবং ‘স্বার্থপর’ অবস্থানকেই দায়ী করেছেন। তিনি বলেন, ‍যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের ফলাফল হলো ফিলিস্তিনের শিশুদের কবরস্থান।

এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপনের জন্য জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ প্রয়োগ করেন। ৯৯ অনুচ্ছেদের আওতায় জাতিসংঘ মহাসচিব এমন যে কোনও বিষয় নিরাপত্তা পরিষদের নজরে আনতে পারেন, যেটিকে তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য হুমকি হতে পারে বলে মনে করেন।

ফিলিস্তিনের ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধে এ পর্যন্ত ফিলিস্তিনি অঞ্চলে ১৭,৪৮৭ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ বলছে, মানুষ খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানির জন্য দারুণ সমস্যার সম্মুখীন হচ্ছে। ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, “লোকেরা রান্নার জন্য কিছু জ্বালানি কাঠ পেতে টেলিফোনের খুঁটি কাটতে শুরু করেছে।”

এদিকে ইসরাইল শেষ ২৪ ঘণ্টায় গাজায় ৪৫০টি জায়গাকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করেছে। এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় উত্তরে গাজা শহরের কাছে ৪০ জন এবং জাবালিয়া ও প্রধান দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে কয়েক ডজন লোকের মৃত্যুর খবর দিয়েছে। গাজার বাসিন্দা রিমাহ মানসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন যে তিনি তার সমস্ত প্রিয়জনকে হারিয়েছেন। এর সাথে তিনি বলেন, “আমাদের কষ্ট দেখে যারা চুপ করে আছে, ঈশ্বর তাদের শাস্তি দিন”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও