প্যালেস্টাইনদের প্রতি শ্রদ্ধা! বাঁ হাতে কালো ব্যান্ড পরে ক্রিকেট মাঠে উসমান খোয়াজা

অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান উসমান খোয়াজাকে ‘সকলের জীবন সমান’ মানবিক বার্তা যুক্ত জুতো পরার অনুমতি দেইনি আইসিসি। মূলত যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইনদের পাশে দাঁড়াতেই এটি করতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে। পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের উদ্বোধনী ক্রিকেট টেস্টের প্রথম দিনে একটি কালো আর্ম ব্যান্ড পরিধান করে মাঠে নামেন। গাজায় আক্রান্ত এবং নিহত মানুষেদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচের সময় জুতা পরার পরিকল্পনা করার ইঙ্গিত পেলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হস্তক্ষেপ করে। এই নিয়ম না মানলে তাঁকে শাস্তির মুখে পড়তে হতো। অস্ট্রেলিয়ার এই ব্যাটার টেস্টের আগে অনুশীলনে একটি জুতো পরে নামেন, যেখানে লেখা ছিল,”স্বাধীনতা একটি মানবাধিকার। প্রত্যেকের অধিকার সমান”।
এদিন তিনি নিজের সেই জুতো পরেই মাঠে নামেন তবে সাদা একটি টেপ দিয়ে স্লোগান ঢেকে দেওয়া ছিল। আইসিসির নিয়মানুযায়ী কোনোরকম রাজনৈতিক বার্তা ক্রিকেটাররা মাঠের মধ্যে কোথাও ব্যবহার করতে পারবেন না। খোয়াজা বলেন, আমি কোনও রাজনৈতিক বার্তা লিখিনি। আমি কারও পক্ষ নিয়েও কথা বলিনি। আমার কাছে সকলেই সমান।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও