জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা রিপোর্ট আদালতে পেশ করল এএসআই

সোমবার জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা সংক্রান্ত বৈজ্ঞানিক রিপোর্ট বারাণসী জেলা আদালতে পেশ করল আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। প্রাথমিক তথ্য অনুসারে, এএসআই সিল করা খামে আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছে। বিচারক অজয় ​​কৃষ্ণ বিশ্বেশের কাছে সমীক্ষার রিপোর্ট পেশ করা হয়েছে। মামলাটির শুনানির জন্য ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন বিচারক। সেই সময় সবপক্ষকে সমীক্ষার কপি দেওয়া হবে।একইসঙ্গে সিল করা রিপোর্টে আপত্তি তুলেছে হিন্দু পক্ষ।

এএসআই বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত জ্ঞানবাপী কমপ্লেক্সের একটি বৈজ্ঞানিক সমীক্ষা চালিয়েছে। সতেরো শতকের মসজিদটি কোন হিন্দু মন্দিরের কাঠামোর উপর নির্মিত কিনা তা খুঁজে বের করতে সমীক্ষাটি চালানো হয়। সমীক্ষার রিপোর্ট উপস্থাপনের সময় বারবার বাড়ানো হয়েছিল।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও