রাজ্যের বকেয়া নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক বৈঠক করেছেন মমতা : সেলিম

 

‘‘প্রধানমন্ত্রীর সাথে ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে বৈঠক করে তৃণমূল সাংসদদের ব্যার্থতা প্রমান করলেন মমতা ব্যানার্জি।’’ দিল্লিতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে একথা বললেন মহম্মদ সেলিম। সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘‘২০২০ সালে যখন গোটা শহর এনআরসি, এনপিআরের বিরুদ্ধে গো ব্যাক মোদী স্লোগান তুলেছিল তখন তৃণমূল নেত্রী রাজভবনে গিয়ে চুপি চুপি দেখা করে এসেছিলেন। তারপর বাইরে সাংবাদিকদের বলেছিলেন টাকা আটকে রেখে তাই বলতে গিয়েছিলাম। আজ পর্যন্ত কোন হিসাব দিতে পারেনি কতো টাকা বাকি আছে।’’
সেলিম বলেন, ‘‘আমরা বলছি কতো টাকা বাকি বলুক আমরা দিল্লি যাবো গিয়ে লড়াই করবো রাজ্যের টাকার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী সাহস নেই বলার যে কতো এলো, কতো খেলো আর কতো দিলো।’’
বুধবার রাজ্যের ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে নতুন সংসদ ভবনে দলের একাধিক সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রায় ২০ মিনিট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে, প্রধানমন্ত্রীর কাছে বকেয়া টাকা দেওয়ার জন্য। সূত্রের খবর কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেই কমিটি গোটা বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে এই বিষয়।
উল্লেখ্য ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে দীর্ঘদিন নিজেদের মধ্যে দড়ি টানাটানি করছে কেন্দ্র এবং রাজ্য। একাধিক কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য এসে বিষয়টি খতিয়ে দেখেছে। কেন্দ্রীয় সরকারের দাবি ১০০ দিনের টাকা লুঠ হয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। তৃণমূলের পক্ষ থেকে এই নিয়ে দিল্লি অভিযান করেছে। কিন্তু এখনও পর্যন্ত দুই সরকার কোন হিসাব দেখাতে পারেনি।
সেলিম বলেন, ‘‘এটা কোন প্রশাসনিক বৈঠক নয়। গিয়েছেন রাজনৈতিক বৈঠক করতে। এই বৈঠক যদি প্রশাসনিক বৈঠক হতো তবে দুই সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রীরা থাকতেন, সচিবরা থাকতেন এদিন তাদের মধ্যে থেকে কেউ ছিলেন না।’’ খবর গণশক্তির

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও