মধ্য গাজার দেড় লাখ ফিলিস্তিনিকে দেইর আল বালাহের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এতে প্রায় দেড় লাখ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) জাতিসঙ্ঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-এর পরিচালক থমাস হোয়াইট এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এই তথ্য তুলে ধরেছেন।
তিনি বলেন, ইসরাইল মধ্য গাজা ছেড়ে দেড় লাখ ফিলিস্তিনিকে দেইর আল বালাহের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
তিনি আরো বলেন, এতে ইউএনআরডব্লিউএ-এর আশ্রয়কেন্দ্রসহ অঞ্চলটি নানা ফিলিস্তিনিদের মাধ্যমে ভরে উঠেছে।
সূত্র : আল জাজিরা