এবার আর ‘অব কি বার মোদী সরকার’ নয় ‘ফির আয়েগা মোদী’ স্লেগানকে সামনে রেখেই ভোটের ময়দানে নামবে বিজেপি। সেই স্লোগানের আনুষ্ঠানিক সূচনা করে দিল গেরুয়া শিবির। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর এক কথায় কংগ্রেস মুক্ত উত্তর ভারত করে ফেলেছে বিজেপি। তাঁর কোনও দ্বিধা তারা রাখতে চাইছেন না প্রচারে।