১ জানুয়ারি উজানডিহি মেজো সাহেব বাড়িতে ঈসালে সাওয়াব ও মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতি তুঙ্গে

 

আসামের কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন

করিমগঞ্জ জেলার ঐতিহাসিক পীর, কুতুবুল আকতাব জুবদাতুল আরিফিন, পীরানে পীর শাহ সুফী সৈয়দ মুহাম্মদ মাদানী, শাহ সুফী সৈয়দ আব্দুল হক মাদানী, শাহ সুফী আলহাজ্ব সৈয়দ রফিকুল ইসলাম মাদানী আল হুসাইনী, শাহ সুফী আলহাজ্ব হযরত আল্লামা ফুলতলী, শাহ সুফী আলহাজ্ব হযরত আল্লামা বিশকুটি, শাহ সুফী আলহাজ্ব হযরত আল্লামা বালাউটি রাহমাতুল্লাহ আলাইহি এর ঈসালে সাওয়াব মাহফিল, ও উজানডিহি জামেউল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোরকদমে। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, বরাক উপত্যকা সহ উত্তর পূর্বে ভারতের বিশিষ্ট ইসলামিক স্কলাররা। কার্যসূচি অনুযায়ী, সোমবার বিকেল তিন ঘটিকা হইতে রাত ১২ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠান চলবে। তাছাড়াও, এবারের হিফজ বিভাগে উত্তীর্ণ ছাত্রীদেরকে সনদ ও পাগড়ি দেওয়া হবে। উক্ত অনুষ্ঠান সুন্দর ও সাফল্য করে তুলতে দেশবাসীর সহায়তা কামনা করেন, উজানডিহির সর্বজন শ্রদ্ধেয় মেজো সাহেব , শাহ সুফী সৈয়দ খালেদ আহমেদ মাদানী আল হুসাইনী।

 

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও