রাম ম‌ন্দির প্রতিষ্টার বার্তা নি‌য়ে আসামের পাথারকা‌ন্দি‌ সংঘ প‌রিবা‌রের ঘর ঘর অ‌ভিযান শুরু

 

সমস্ত দেশের সংগে সঙ্গতি রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাম ম‌ন্দির প্রাতিষ্টার বার্তা নি‌য়ে পাথারকান্দিতেও শুরু হল সংঘ পরিবারের ঘর ঘর অভিযান কার্যসূচী।প‌হেলা জানুয়ারি কার্য‌্যসূচীর প্রথম দিনে পাথারকান্দির টাউন কালীবাড়ি থেকে শঙ্খ ধ্বনির মাধ্যমে পক্ষকা‌লিন এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়।বৃহত্তর এলাকায় প্রভূ শ্রীরাম চ‌ন্দ্রের ভক্তি ও চেতনাবোধ জাগরণের উদ্দেশ্যে মাইকযোগে প্রচারে নে‌মে‌ছে সংঘ প‌রিবার।মুলত বাই‌শে জানুয়ারি অযোধ্যায় শ্রীশ্রী রাম মন্দিরে প্রভুর প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে সকল সনাতনীদের ম‌ধ্যে বার্তা পৌ‌ছে দি‌তে এমন কার্যসূচী হা‌তে নি‌য়ে‌ছেন সংঘ প‌রিবা‌রের কর্মীরা।এ ম‌র্মে সং‌ঘের কর্মীরা আগামী প‌নে‌রো জানুয়ারি পর্যন্ত নিমন্ত্রণ পত্র সহ অযোধ্যায় পূজন করা অক্ষত চাল,শ্রীরাম মন্দিরের ছবি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কা‌জে ব্রতী হ‌য়ে‌ছেন।তাছাড়া বাই‌শে জানুয়ারি অযোধ্যায় মূল অনুষ্ঠানের পূর্বে আগামী বিশ এবং একুশে জানুয়া‌রি বিভিন্ন মঠ মন্দির বাজার হাট তথা জনগ‌নের বা‌ড়ি‌তে স্বচ্ছ অভিযান সহ অকাল দেওয়ালী উৎসব পাল‌নের বার্তা দি‌চ্ছেন সংঘ প‌রিবা‌রের কর্মীরা।।

করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও