বছরের শুরুতে ফের সক্রিয় ইডি। কোলকাতা সহ রাজ্যের একাধিক তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। ইডি গত কয়েক মাস ধরে রেশন বন্টন কেলেঙ্কারির মামলায় অভিযান চালাচ্ছে। শুক্রবার রেশন দুর্নীতি মামলার তদন্তে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুর বাড়িতে পৌঁছায় ইডি অফিসাররা। একই সময়ে সন্দেশখালিতে অভিযান চালাতে যাওয়া ইডি টিমের উপর হামলার অভিযোগ সামনে এসেছে। শঙ্কর এবং শাহজাহান দুইজনেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারও করেছে। এদিন রেশন কেলেঙ্কারি মামলায় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির কাছে পৌঁছেছিল ইডি দল। দলটি শাহজাহান শেখের বাড়িতে পৌঁছালে শতাধিক লোকজন তাদের ওপর হামলা চালায়। স্থানীয়রা ইট-পাথর দিয়েও হামলা চালায় বলে অভিযোগ। রিপোর্ট অনুযায়ী, তারা ইডি আধিকারিক এবং আধাসামরিক বাহিনীকে ঘিরে রাখে। এই সময় জনতা কর্মকর্তাদের গাড়িও ভাংচুর করে। কেউ কেউ বলছেন, এই সময়ে জনতা গণমাধ্যমকর্মীদেরও টার্গেট করে। ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি সভাপিতি সুকান্ত মজুমদার বলেছেন,”এদের সবার বিরুদ্ধে অভিযোগ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ইডি ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক।” রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।