প্রভাবশালীরা জেলে না থেকে এসএসকেএম হাসপাতালে কেন, প্রশ্ন প্রধান বিচারপতির

 

দুর্নীতির অভিযোগে ধৃত প্রভাবশালীরা কেন জেলে না থেকে সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে আশ্রয় পাচ্ছেন? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম সরকারি আইনজীবীকে সরাসরি জিজ্ঞাসা করেন, ‘‘আপনারা প্রভাবশালীদের হাসপাতালে আশ্রয় দিচ্ছেন?’’ উত্তরে আইনজীবী বলেন, হাসপাতালে সবাইকেই চিকিৎসার জন্য আনা হয়। মামলাকারীদের আইনজীবী সুস্মিতা সাহা দত্ত আদালতকে জানান, রাজ্যের এই নামী হাসপাতালের পরিকাঠামো প্রভাবশালীদের পক্ষে কাজ করছে। এই বক্তব্যের পরই প্রধান বিচারপতি বলেন, এই অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষকে এই অভিযোগের উত্তর আদালতে দিতে হবে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও