টটো চলাচলে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে কলেজ রোড এলাকায় সড়ক অবরোধ ই-রিক্সা চালকদের

 

ই -রিকশা চলাচলে নিষেধাজ্ঞার নিয়ে একটি বেসরকারি চেনেলে খবরটি প্রচার হওয়ার পর সোমবার শিলচরের ব্যস্ততম এলাকা কলেজ রোডে সড়ক অবরোধ গড়ে তুলে শহরের ই-রিক্সা চালকরা।

এতে কিছুক্ষন জানজটের সৃষ্টি হলে ও শিলচর সদর পুলিশ এবং ট্রাফিক ব্রাঞ্চের কর্মকর্তারা উপস্থিত হয়ে ভূয়া সংবাদ প্রচারের কথা জানালে আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ই-রিক্সা চালকরা জানান, “গতকাল ট্রাফিক এডভাইজাররী কমিটির বৈঠকে সোমবার সন্ধ্যা ৫টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত শহরে ই-রিক্সা চলাচল বন্ধ করার পাশাপাশি কোন ই-রিক্সা শহরে ঢুকতে দেওয়া হবেনা” সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবরটি প্রকাশিত হওয়ার সুবাদে তাঁরা এদিন সড়ক অবরোধ গড়ে তুলেছেন।
এবং এই লড়াইয়ে তাঁরা পুলিশের গুলিবিদ্ধ হয়ে প্রান হারাতেও তৈরী ছিলেন।
কিন্তু প্রশাসনের পরামর্শে আন্দোলনকারীরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় এদিন শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করলেও প্রশাসনের কথা অনুযায়ী ভুয়া সংবাদ প্রকাশের বিরুদ্ধে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন শহরের ই-রিক্সা চালকরা। গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁরা জানান, সংবাদ মাধ্যম ও সাংবাদিকের জন্যই সমাজের সার্বিক উন্নয়ন সাধন সহ সাধারণ জনগণ তাঁদের নায্য বিচার পেয়ে থাকে, কিন্তু তা বলে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে সমাজে ভূয়া বার্তা ছড়ানো মোটেও গ্রহণযোগ্য নয় l সংবাদ মাধ্যমের উপর আস্থা রেখে আগামীতে সঠিক বার্তা প্রকাশিত করার কাতর আবেদন জানিয়েছেন তাঁরা। এদিকে জোর বেজোড় সমস্যা নিয়ে ই-রিক্সা চালকরা শীঘ্রই প্রশাসনের কাছে একটি স্মারকলিপি তুলে দেবেন।যাতে প্রশাসন সাধারণ খেটে খাওয়া ই-রিক্সা চালকদের সমস্যা নিরসনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি ভুল সংবাদ প্রচারকারি চেনেলের বিরুদ্ধে আইনি প্রদক্ষে নেবেন বিলে জানিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও