বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ থেকেও মামলা সরিয়ে অন্য বেঞ্চে মামলার শুনানির আর্জি জানিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবে কোর্টের বাইরে মন্তব্য করছেন বলে অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। বিচারাধীন বিষয়ে কথা বললে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। অভিষেকের অভিযোগ, বিচারাধীন বিষয় নিয়ে প্রকাশ্যে সাক্ষাৎকারও দিচ্ছেন বিচারপতি। বিশেষ পদক্ষেপ নিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সেই মর্মে নির্দেশ দেওয়া হোক বলে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন অভিষেক।

 

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও