লোকসভা নির্বাচনের আগে গঠিত বিরোধী জোট ‘ইন্ডিয়া’ চেয়ারপার্সন পেতে চলেছে। সূত্রের খবর, ‘ইন্ডিয়া’ জোটের চেয়ারপার্সন হিসেবে চূড়ান্ত করা হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের নাম। যদিও খড়্গের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। গত বেশ কিছু দিন ধরেই জোটের চেয়ারপার্সন নিয়ে তোলপাড় চলছিল। এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ‘ইন্ডিয়া’ জোটের আহ্বায়ক হতে অস্বীকার করেছেন। ‘ইন্ডিয়া’জোটের দলগুলির মধ্যে শনিবারের ভার্চুয়াল বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গ, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এনসিপি প্রধান শরদ পাওয়ার, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতা সীতারাম ইয়েচুরি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে প্রধান স্টালিন সহ ১৪টি দলের নেতারা অংশ নেন। বৈঠকে উপস্থিত হননি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এসপি নেতা অখিলেশ যাদব এবং শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে বৈঠকে যোগ দেননি।