সওকত মোল্লা হুমকি দিচ্ছেন কেন? প্রশ্ন বিমান বসুর

 

সওকত মোল্লা ভাঙড়ে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন। কিন্তু তিনি তো ভাঙড়ের কেউ নন। তিনি ভাঙড়ের না জনপ্রতিনিধি, না তিনি কোনও সরকারি পদে রয়েছেন। তাহলে কিভাবে তিনি প্রতিনিয়ত হুমকি দিয়ে যেতে পারেন? সোমবার কলেজস্ট্রিটে এসএফআই’র একটি কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
১৮-২০ জানুয়ারি অবধি এসএফআই কলকাতা জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। তারই প্রচারে কলেজস্ট্রিটে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বইমেলার আয়োজন করেছে সংগঠনের কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি। সেই বইমেলার উদ্বোধন করেন বিমান বসু।

কর্মসূচির মাঝেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সম্প্রতি ভাঙড়ে দাঁড়িয়ে ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। সেই প্রসঙ্গে বিমান বসু বলেন, ‘‘সওকত মোল্লা ভাঙড়ের কেউ নন। তিনি না ভাঙড়ের জনপ্রতিনিধি, না তিনি সরকারি পদে রয়েছেন। তারপরেও এলাকায় উত্তেজনা ছড়াতে এই জাতীয় কথা বলা হচ্ছে।’’

সাংবাদিকরা বসুকে প্রশ্ন করেন, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সামনে এলেও তার প্রভাব কেন নির্বাচনে পড়ছে না? এর জবাবে বিমান বসু বলেন, ‘‘শাসকদলের তরফে চেষ্টা চলছে এই বিষয়টিকে গা সওয়া করে দেওয়ার। প্রাথমিক ভাবে মনে হতেই পারে, তৃণমূল সেই কাজে সফল। কিন্তু বাস্তবে বহু জায়গায় গণ প্রতিরোধ হচ্ছে। দুর্নীতি সমাজের গা সওয়া হয়ে যাওয়ার ফলাফল ভয়াবহ। যদিও সেটা হচ্ছেনা।’’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও