মুর্শিদাবাদে তিন আসনেই লড়ায়ের প্রস্তুতি নিন, জেলা নেতৃত্বকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুর্শিদাবাদ জেলা এক সময়ের কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। জেলার বহরমপুর থেকে দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ‘ইন্ডিয়া’ জোটে সামিল হলেও দুই দলের উত্তাপ থামার লক্ষণ দেখা যায় না। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্বকে বহরমপুরসহ জেলার তিনটি লোকসভা আসনে দলের জয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। তৃণমূল চেয়ারপার্সনের উপস্থিতিতে মুর্শিদাবাদের নেতাদের সাথে কালীঘাটের বাসভবনে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে বলেছেন, মুর্শিদাবাদে অধীর কোন ফ্যাক্টর নয়। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেন, “মুর্শিদাবাদে কেউ ফ্যাক্টর নয়। আপনারা সবাই মিলে লড়াই করলে মুর্শিদাবাদের তিনটি আসনেই জিতবে তৃণমূল। শুধু তাকে (অধীর চৌধুরী) উপেক্ষা করুন এবং জেলায় দলীয় সংগঠনকে শক্তিশালী করুন”। সেখানে তিনি আরও বলেন, “ভবিষ্যতে যদি কিছু হয়, আমরা তা নিয়ে ভাবব। আপাতত কাউকে জায়গা না দিয়ে মাঠে সক্রিয় থাকতে হবে।”  এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক ফিরহাদ হাকিম।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও