ভারতীয় দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জমজমাট সূচনা করেছে। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে টিম ইন্ডিয়া। ৮৪ রানে বড় পরাজয় বরণ করে বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের কাছে ২৫২ রানের টার্গেট থাকলেও ৪৫.৫ ওভারে মাত্র ১৬৭ রানেই সীমাবদ্ধ হয়ে যায় পুরো দল। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ শিহাব জেমস ৭৭ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন। আরিফুল ইসলাম ৭১ বলে ৪১ রান করলেও বাকি ব্যাটসম্যানরা হতাশ করেন। ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেন সৌম্য পান্ডে। ৯.৫ ওভারে ২৪ রান দিয়ে ৪ খেলোয়াড়কে নিজের শিকারে পরিণত করেন সৌম্য পান্ডে। মুশির খান ২টি সাফল্য পেয়েছেন। এছাড়া রাজ লিম্বানি, আরশিন কুলকার্নি ও প্রিয়াংশু মোলিয়া ১টি করে উইকেট নেন।
এর আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। প্রথমে ব্যাট করতে আসা টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে। ভারতের হয়ে আদর্শ সিং ৯৬ বলে ৭৬ রান করেন। এছাড়া ভারতীয় অধিনায়ক উদয় সাহারান ৯৪ বলে ৬৪ রান করেন। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মারুফ মৃদা। তিনি ৮ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন। ১টি করে সাফল্য পেয়েছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও মাহফুজার রহমান রাবি। আদর্শ সিং তার ইনিংসের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন।