আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস সারা দেশে পালিত হচ্ছে। এই বিশেষ উপলক্ষ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার দেশের ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে সম্মানিত করার ঘোষণা করেছে। এর মধ্যে ৫জন ব্যক্তিকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্মভূষণ এবং ১১০ জনকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হবে। এই ১৩২ জন ব্যক্তিত্বের মধ্যে বাংলার মোট ১১ জন রয়েছেন। পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন বাংলার প্রবীন অভিনেতা মিঠুন চক্রবর্তী, শিল্পী ঊষা উত্থুপ এবং সত্যব্রত মুখোপাধ্যায় (মরণোত্তর)। বাংলা থেকে ৮ জন পদ্মশ্রী পেয়েছেন। তাঁরা হলেন আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি, ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর, মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল, ভাদু শিল্পী রতন কাহার, বিজ্ঞান ও প্রযুক্তিতে একলব্য শর্মা এবং নারায়ণ চক্রবর্তী, শিল্পে তাকদিরা বেগম, গীতা রায় বর্মণ।