এসএসসির মামলা আগেই সরেছিল, এ বার প্রাথমিকের স্কুলে নিয়োগের মামলাও সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে।
সাধারণত হাই কোর্টের কোন বিচারপতি কোন মামলা শুনবেন, তা লেখা থাকে হাই কোর্টের রস্টার বা দিনলিপিতে। আর ওই রস্টার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন হাই কোর্টের ‘মাস্টার অফ রস্টার’ তথা প্রধান বিচারপতি।