কাশীর জ্ঞানবাপী মসজিদ সংক্রান্ত বিভিন্ন মামলার শুনানি চলছে বারানসী জেলা আদালতে। এরই ধারাবাহিকতায় বুধবার বারাণসী জেলা আদালত জ্ঞানবাপী কমপ্লেক্সের সাথে সংযুক্ত বেসমেন্টে নিয়মিত পূজার বিষয়ে একটি বড় সিদ্ধান্ত দিয়েছে। আদালত হিন্দুদের ‘ব্যাস কি তহখানা’য় পূজা করার অধিকার দিয়েছে। ৭ দিনের মধ্যে সেখানে পুজো অনুষ্ঠানের ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছে আদালত। আদালত আদেশে বলেছে, বিশ্বনাথ মন্দিরের পুরোহিতরা পূজা করতে পারেন। মঙ্গলবার, হিন্দু-মুসলিম পক্ষ এই বিষয়ে তাদের নিজ নিজ যুক্তি উপস্থাপন করেছিল, সেখানে হিন্দু পক্ষ বেসমেন্টে প্রবেশ করে পূজা করার আদেশ চেয়েছিল। এতে মুসলিম পক্ষের আপত্তি ছিল। একইসঙ্গে মুসলিম পক্ষ অর্থাৎ আঞ্জুমানে ইন্তেজামিয়া মসজিদ কমিটির আইনজীবী আখলাক আহমেদ বলেন, এই সিদ্ধান্ত ভুল। আগের আদেশ উপেক্ষা করে এ আদেশ দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।