ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের পর বুধবার গভীর রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেপ্তার করে। এরপর হেমন্ত সোরেনকে রাঁচিতে ইডি অফিসে নিয়ে যাওয়া হয়। এনিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। খড়গে বলেন, যারা মোদীজির সঙ্গে যাননি, তিনি জেলে যাবেন। কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক বিরোধী সরকারকে অস্থিতিশীল করার বিজেপির কাজ চলছে। তিনি কটুক্তির সুরে বলেন, “বিজেপির ওয়াশিং মেশিনে যারা গেল তারা সাদার মতো পরিষ্কার, যারা যায়নি তারা কলঙ্কিত?” খড়্গে আরও বলেন, গণতন্ত্রকে যদি স্বৈরাচার থেকে বাঁচাতে হয় তাহলে বিজেপিকে হারাতে হবে। কংগ্রেস সভাপতি পোস্টে বলেছেন, আমরা ভয় পাব না, সংসদ থেকে রাজপথে লড়াই চালিয়ে যাব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে লিখেছেন,”ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ওপর ইডি চাপিয়ে দেওয়া এবং তাকে পদত্যাগে বাধ্য করা ফেডারেলিজমের ওপর আঘাত।”