৫০০ টেস্ট উইকেটের মাইকফলক অশ্বিনের, ছাড়িয়ে গেলেন কুম্বলেকে

টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ করলেন ভারতীয় দলের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন। এই অর্জনে দ্বিতীয় ভারতীয় হিসাবে অনিল কুম্বলের ক্লাবে প্রবেশ করেছেন। অশ্বিন তার ৯৮তম টেস্টের ১৮৪ ইনিংসে ৫০০ উইকেটের মাইকফলক অর্জন করেছেন। ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ক্রোলির উইকেট নিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। বিশ্বের ৯তম বোলার হিসেবে এই অঙ্ক স্পর্শ করলেন। এছাড়া বিশ্বের পঞ্চম স্পিনার হিসেবে ৫০০ উইকেটের ক্লাবে যোগ দিয়েছেন তিনি। আসলে উইকেটের নিরিখে অনিল কুম্বলেকে ছাড়িয়ে যেতে পারেননি অশ্বিন। তবে দ্রুততম ভারতীয় হিসেবে ৫০০ উইকেট নেওয়ার নিরিখে কুম্বলেকে ছাড়িয়ে গেছেন অশ্বিন। অনিল কুম্বলে তার ১০৫তম টেস্টে ৫০০ উইকেটের চিহ্ন স্পর্শ করেছিলেন। যেখানে অশ্বিন তাঁর ৯৮ তম টেস্টে এই কীর্তি অর্জন করেছেন। সব মিলিয়ে গোটা বিশ্বে দ্রুততম ৫০০ টেস্ট উইকেটের রেকর্ড এম. মুরালিধরনের নামে।

বিশ্বের দ্রুততম ৫০০ টেস্ট উইকেট

এম. মুরালিধরন- ৮৭তম টেস্টর

রবিচন্দ্রন অশ্বিন- ৯৮তম টেস্ট

অনিল কুম্বলে- ১০৫তম টেস্ট

শেন ওয়ার্ন- ১০৮তম টেস্ট

গ্লেন ম্যাকগ্রা- ১১০তম টেস্ট

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও