১৮ ফেব্রুয়ারি কৃষকদের ভারত বনধ

 

ভারত বন্‌ধ-র সাফল্য সংহত করে জলন্ধরে ১৮ ফেব্রুয়ারি জনসভা করবেন কৃষকরা।
শুক্রবার বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে শতাধিক কৃষক সংগঠনের মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা। মোর্চা জানিয়েছে, জলন্ধরের পরই বৈঠক হবে নয়াদিল্লিতে। পরবর্তী পদক্ষেপ বিশদে তৈরি করা হবে মোর্চার দিল্লি বৈঠকে।
শুক্রবারই ফের ‘দিল্লি চলো’-র ডাক দেওয়া কৃষকদের অন্য সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী অর্জুন মুণ্ডার দাবি, বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে জানায়নি কেন্দ্র।
এদিন দেশজুড়ে গ্রাম ভারত বন্‌ধ এবং শিল্প ক্ষেত্রে ধর্মঘটের ডাক দেয় সংযুক্ত কিসাব মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। কাশ্মীর, হিমাচল, উত্তর প্রদেশের নয়ডা থেকে তামিলনাডুতে ব্যাপক প্রভাব পড়েছে ধর্মঘটের।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও