বাংলার সব রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষার লিখিত পরীক্ষা বাধ্যতামূলক করার দাবিতে মুখ্যমন্ত্রীকে ১৪০ জনের চিঠি

 

এক বিবৃতিতে বাংলা পক্ষ নামে এক সংগঠনের বাংলার সব রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষার লিখিত পরীক্ষা বাধ্যতামূলক করা এবং বাংলার সমস্ত স্কুলে বাংলা বাধ্যতামূলক করার দাবিতে আগামী ২১ শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছে বাংলা পক্ষ।
বাংলা ও বাঙালির স্বার্থে ইতিমধ্যেই এই দুটি দাবিকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই যে সমস্ত বিশিষ্ট, স্বনামধন্য বাঙালি চিঠিতে সই করেছেন-
১. শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সাহিত্যিক
২. রূপম ইসলাম, সঙ্গীতশিল্পী তথা বাঙালি রকস্টার
৩. নচিকেতা চক্রবর্তী, সঙ্গীতশিল্পী
৪.পবিত্র সরকার, শিক্ষাবিদ ও ভাষাবিদ
৫. নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, পুরাণবিদ ও ঐতিহাসিক
৬. জহর সরকার, রাজ্যসভার সাংসদ, প্রাক্তন আমলা
৭. সুবোধ সরকার, কবি
৮. সৃজিত মুখার্জী, চলচ্চিত্র পরিচালক
৯. চন্দন সেন, অভিনেতা
১০. সব্যসাচী চক্রবর্তী, অভিনেতা
১১. কৌশিক গাঙ্গুলি, চলচ্চিত্র পরিচালক
১২. সুব্রত ভট্টাচার্য, অর্জুন পুরষ্কার প্রাপ্ত প্রাক্তন ফুটবলার
১৩. দিব্যেন্দু বড়ুয়া, দাবা গ্র‍্যাণ্ড মাস্টার
১৪. মন্দাক্রান্তা সেন, কবি
১৫. ইমন চক্রবর্তী, সঙ্গীতশিল্পী
১৬. ব্রততী বন্দ্যোপাধ্যায়, বাচিক শিল্পী
১৭. রাঘব চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী
১৮. মমতা শঙ্কর, নৃত্যশিল্পী, অভিনেত্রী
১৯. মনোজ মুরলী নায়ার, রবীন্দ্র সঙ্গীত শিল্পী
২০. শিলাজিৎ মজুমদার, গায়ক
২১. অরিন্দম শীল, চলচ্চিত্র পরিচালক
২২. রাতুল শঙ্কর, শাস্ত্রীয়সঙ্গীত শিল্পী
২৩. অভিজিৎ বর্মন(পটা), সঙ্গীত শিল্পী
২৪. কুণাল সরকার, চিকিৎসক
২৫. জয় সরকার, সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক
২৬. স্বপ্নময় চক্রবর্তী, সাহিত্যিক, সাহিত্য একাডেমি পুরষ্কার
২৭. পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেতা
২৮. দীপ্যমান গাঙ্গুলী, শান্তিস্বরূপ ভাটনগর পুরষ্কার প্রাপ্ত বিজ্ঞানী
২৯. তোশিকুল ওয়ারা, বিজ্ঞানী, ISRO চন্দ্রযান ৩ প্রোজেক্ট
৩০. শ্রাবন্তী চ্যাটার্জী, অভিনেত্রী
৩১. সপ্তক সানাই দাস, সঙ্গীত পরিচালক
৩২. কেশব দে, সঙ্গীতশিল্পী
৩৩. ইন্দ্রদীপ দাশগুপ্ত, সঙ্গীত পরিচালক
৩৪. প্রবাল দাশগুপ্ত, ভাষাবিদ
৩৫. জয়শঙ্কর ভট্টাচার্য, প্রফেসর, আইআইএম ইন্দোর
৩৬. তুফাণ রায়, সহকারী অধ্যাপক ও গবেষক, তাহোকু বিশ্ববিদ্যালয় , জাপান
৩৭. মনোরঞ্জন ব্যাপারী, লেখক
৩৮. ইন্দ্রনীল মজুমদার, প্রকৌশলী, রেল নিরাপত্তা বিশেষজ্ঞ
৩৯. রণদেব দত্ত, সহকারী অধ্যাপক, IIT খড়্গপুর
৪০. শুভঙ্কর ব্যানার্জী, ক্রিয়েটিভ হেড, Disney-Hotstar
৪১. উর্মিমালা বসু, আবৃত্তিকার ও বাচিক শিল্পী
৪২. জগন্নাথ বসু, আবৃত্তিকার ও বাচিক শিল্পী
৪৩. প্রদীপ্ত ভট্টাচার্য, চলচ্চিত্র পরিচালক
৪৪. মৃদুল দাশগুপ্ত, কবি
৪৫. ডা মহুয়া চট্টোপাধ্যায়, বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ,কল্যাণী এইমস
৪৬. প্রসেনজিৎ বিশ্বাস, অধ‍্যাপক
৪৭. সমৃদ্ধ দত্ত, সাংবাদিক
৪৮. সুরজিৎ চ্যাটার্জী, সঙ্গীতশিল্পী
৪৯. মনোময় ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী
৫০. রঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন ফুটবল কোচ, বাংলা রাজ্য দল
৫১. অমর মিত্র, প্রখ্যাত সাহিত্যিক
৫২. সঞ্জয় মুখার্জি, ব্যবসায়ী, এস আই সার্জিকাল কোম্পানি-র কর্ণধার
৫৩. শান্তুনু বন্দ্যোপাধ্যায়,সহকারী অধ্যাপক, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
৫৪. রাজা চন্দ্র, চলচ্চিত্র পরিচালক
৫৫. দেবারতি মুখোপাধ্যায়, সাহিত্যিক
৫৬. তিলোত্তমা মজুমদার, সাহিত্যিক
৫৭. ইন্দ্রনীল রায়, সাংবাদিক
৫৮. জয়জিৎ ব্যানার্জী, অভিনেতা
৫৯.বনানী চক্রবর্তী, নৃত্যশিল্পী
৬০. সেন্টু, কার্টুনিস্ট
৬১. নটরাজ দাস, নাট্য নির্দেশক
৬২. প্রদীপ মুখোপাধ্যায়, রবীন্দ্র সংগীত শিল্পী
৬৩. জয়িতা বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র সংগীত শিল্পী
৬৪. সর্বজিৎ যশ, অধ‍্যাপক ও ইতিহাস গবেষক
৬৫ গৌতম সেনগুপ্ত, অন্তরঙ্গ নাট্যের প্রবক্তা এবং পথিকৃৎ
৬৬. কৃষ্ণেন্দু দেওয়ানজী, অভিনেতা
৬৭. অনির্বাণ বসু, সাহিত্যিক
৬৮. বিবেকানন্দ ত্রিপাঠী, সম্পাদক, মানভূম সংবাদ
৬৯. সৌম্য সেনগুপ্ত, চলচ্চিত্র পরিচালক
৭০. গৌরব চক্রবর্তী, সাহিত্যিক
৭১. ডঃ রাজীব সরকার, বিজ্ঞানী
৭২. যশোধরা রায় চৌধুরী, সাহিত্যিক
৭৩. আর জে রয়, শব্দবাজি
৭৪. গৌরব চট্টোপাধ্যায় (গাবু), সঙ্গীতশিল্পী
৭৫. নবাব ভট্টাচার্য, ফুটবল প্রশাসক
৭৬. ডঃ বিধান চন্দ্র সামন্ত,বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, মুগবেরিয়া গঙ্গাধর কলেজ, পূর্ব মেদিনীপুর
৭৭ মহীদুল ইসলাম, ফুটবল খেলোয়াড়
৭৮. প্রদীপ কুমার মন্ডল, লেখক, প্রধান শিক্ষক, লি কলিন্স বিদ্যালয়, কলকাতা
৭৯.স্মরণজিৎ চক্রবর্তী, লেখক
৮০.অমিতাভ হালদার, লেখক ও শিক্ষক
৮১.ডঃ গৌতম কুমার মণ্ডল, বিশিষ্ট প্রকৌশলী ও লেখক
৮২. হিমাদ্রী কিশোর দাসগুপ্ত, লেখক
৮৩.ডা সুব্রত বিশ্বাস অ্যানাস্থেসিওলজিষ্ট, মেদিনীপুর মেডিকেল কলেজ
৮৪. ডা দীপঙ্কর ত্রিপাঠি, অ্যানাস্থেসিওলজিষ্ট, মেদিনীপুর মেডিকেল কলেজ
৮৫.ডা সুদীপ্ত চ্যাটার্জি,সার্জেন,মেদিনীপুর মেডিকেল কলেজ
৮৬.ডা সজল সুর, ইএনটি সার্জেন, কলকাতা আমরি হসপিটাল
৮৭.ডা ওয়াসিম আক্রম, চিকিৎসক, নীলরতন হাসপাতাল
৮৮. ডা আব্দুল লতিফ, মেদিনীপুর মেডিকেল কলেজ
৮৯.ডা সুশোভন পাল, কলকাতা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ
৯০.ডা অমিত রায়, প্লাস্টিক সার্জেন, নীলরতন হাসপাতাল
৯১.ডা রাজর্ষি দাস, চিকিৎসক, মেদিনীপুর মেডিকেল কলেজ
৯২.শ্রী চন্দন রায়, সম্পাদক, DCCI, মেদিনীপুর
৯৩.শ্রী সোমনাথ গুই, আইনজীবী, মেদিনীপুর
৯৪. মইদুল হক, রাষ্ট্রবিজ্ঞানী
৯৫. সৌমিত্র রায়, ভূমি, সঙ্গীতশিল্পী
৯৬.ডা. রাজর্ষি দাস, চিকিৎসক, মেদিনীপুর মেডিকেল কলেজ
৯৭. সরফরাজ খান, সভাপতি, টাউন মুসলিম কমিটি, মেদিনীপুর
৯৮. সোমনাথ রায়, সহকারী অধ্যাপক, IIT খড়্গপুর
৯৯. বিশ্বজিৎ সেন পদার্থবিদ, অধ্যাপক, মেদিনীপুর বি এড কলেজ
১০০.উৎপল গঙ্গোপাধ্যায়, আবৃত্তিকার ও বাচিক শিল্পী
১০১. ময়ূখ মুখোপাধ্যায়, মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা
১০২. সমীর সেনগুপ্ত, নাট্য পরিচালক
১০৩. ড: মহুয়া মুখোপাধ্যায়,প্রাক্তন অধ্যাপিকা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
১০৪. রানা সরকার, চলচ্চিত্র প্রযোজক
১০৫. জয়িতা সরকার, লেখিকা ও শিক্ষিকা
১০৬. অরুণ চক্রবর্তী, কবি
১০৭. শ্রী কমলেশ্বর গুপ্ত, প্রাক্তন প্রধান শিক্ষক, খিদিরপুর একাডেমি বিদ্যালয়
১০৮. ডঃ পরেশ চন্দ্র দাস, লেখক
১০৯. হেমেন্দ্রশেখর জানা, লেখক ও শিশু সাহিত্যিক।
১১০. সুমিত বন্দ্যোপাধ্যায়, শিক্ষক ও কবি
১১১. বিশ্বনাথ মিত্র, শিক্ষক ও কবি
১১২.বিশ্বনাথ মিত্র, শিক্ষক ইস্টার্ন রেলওয়ে বয়েজ উচ্চবিদ্যালয়
১১৩.কৌশিক মজুমদার, সাহিত্যিক, গবেষক
১১৪. অরিজিৎ চক্রবর্তী, লেদার টেকনোলজিস্ট
১১৫. কৃপালাল চৌধুরী, শিক্ষক লেখক
১১৬. অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, শিক্ষক ও সম্পাদক ‘ভাষাপথ’ পত্রিকা
১১৭. সুমাল্য দাস, লেখক ও রাঢ় বাংলা গবেষক।
১১৮. কিঞ্জল নন্দ, অভিনেতা
১১৯. রঞ্জন দে, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও প্রশিক্ষক
১২০.ইন্দ্রজীৎ দে, সঙ্গীত শিল্পী
১২১. ডা কৌশিক দত্ত, চিকিৎসক টাটা হসপিটাল, জামশেদপুর
১২২. বিভাস ঘোষ, প্রাক্তন ফুটবল খেলোয়াড়
১২৩. হোসেন মুস্তাফি, প্রাক্তন ফুটবল খেলোয়াড়
১২৪. ডা সালাউদ্দিন হক, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ
১২৫. সেখ গোলাম সারোয়ার হোসেন, অধ‍্যাপক, আলিয়া বিশ্ববিদ‍্যালয়
১২৬. মধু মিত্র, অধ‍্যাপক
১২৭. পাপিয়া ব‍্যানার্জি, প্রাক্তন অধ‍্যাপক
১২৮. খাজিম আহমেদ, প্রাবন্ধিক, ইতিহাসবিদ
১২৯. সঞ্জীব দাস, অধ্যাপক, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়
১৩০. শান্তশ্রী ব্যানার্জী, অধ্যাপক, JILIN university (China)
১৩১. রাজর্ষি রায়, চিকিৎসক আমরি হসপিটাল
১৩২. ডঃ কুতুবুদ্দিন মোল্লা, বিজ্ঞানী, ICAR
১৩৩. জয়তী চৌধুরী, প্রবাসী ভারতীয় প্রযুক্তিবিদ, ডালাস, মার্কিন যুক্তরাষ্ট্র
১৩৪. অনন্যা চক্রবর্তী, বাচিকশিল্পী
১৩৫. জীবন সাহা, নাট্যকার, নির্দেশক
১৩৬. সুমন গঙ্গোপাধ্যায়, কার্যকরী কমিটি সদস্য, কলকাতা প্রেস ক্লাব ও সর্বভারতীয় সভাপতি, জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া
১৩৭. অপুর্ব চক্রবর্তী, ফৌজদারি আইনজীবী, মেদিনীপুর জেলা কোর্ট
১৩৮. জেনি ও দীপায়ন- চলচ্চিত্র পরিচালক জুটি
১৩৯. ডঃ শান্তনু বেরা,কোলাঘাট,পূর্ব মেদিনীপুর
১৪০. ডঃ সুমন কুমার ঘোষ,কোলাঘাট,পূর্ব মেদিনীপুর

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও