আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা শিক্ষামন্ত্রীর

চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলো বৃহস্পতিবার। নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে পরীক্ষা। রাজ্যে জুড়ে মোট ৪১ জনের পরীক্ষা বাতিল করেছে সংসদ। পরীক্ষার্থীদের মধ্যে ১৬ জন ছাত্র এবং ২৫ জন ছাত্রী ছিল। মোবাইল ফোন পাওয়ার অভিযোগেই এই ব্যবস্থা নেওয়া হয়। মে মাসের মধ্যেই চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রকাশিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। শিক্ষা সংসদের সভাপতি জানান, সাধারনত পরীক্ষার তিন মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষকদের অনলাইন নম্বর আপলোড করতে হবে, তাই আশা করা হচ্ছে ৯০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে।

এদিকে আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ শেষ এবং চলবে ১৮ মার্চ পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও