আশা করি বিচারপতি গঙ্গোপাধ্যায় পরিস্থিতিকে বিবেচনা করবেন: সেলিম

 

সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘যে কোনও ব্যক্তির যে কোনও পেশা বা ক্ষেত্র থেকেই নিজের ইচ্ছানুসারে মত ও পথ বাছার অধিকার রয়েছে। সংসদীয় রাজনীতি এখন বিপদের মধ্যে, এই সময়ে যারা অভিজ্ঞ এবং মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করেন, মানুষের শ্রদ্ধার আসনে বসেন তাঁরা যদি রাজনীতিতে প্রবেশ করতে চান, সেটা করতেই পারেন। তবে আমরা আশা করব, বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মূল্যবোধ ও মানুষের অধিকারবোধ নিয়ে আদালতের বেঞ্চে এবং তার বাইরেও কথা বলেছেন, ভয়হীনভাবে চাকরি দুর্নীতিতে বঞ্চিতদের পক্ষে থেকেছেন, তাঁর পরবর্তী পদক্ষেপও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এই সময়ে এরাজ্যে দুর্নীতি ও দুষ্কৃতীতন্ত্রের বিরুদ্ধে মানুষের সোচ্চার লড়াই চলছে, কারা ইনসাফ চেয়ে লড়ছে আর কারা এর বিরোধিতা করছে তা এখন স্পষ্ট। আশা করি বিচারপতি গঙ্গোপাধ্যায় এই পরিস্থিতিকে বিবেচনায় রেখেই তাঁর ভূমিকা নির্ধারণ করবেন।’

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেছেন, ‘উনি কোন দলে যোগ দেবেন তা আমি জানি না। কিন্তু উনি ব্যতিক্রমী চরিত্র, দুর্নীতির বিরুদ্ধে উনি মানুষের মধ্যে আলোচিত হয়েছেন। কংগ্রেস পার্টিতে আসতে চাইলে আমি উষ্ণ আহ্বান জানাবো।’ বিজেপি’তে যোগদান সম্পর্কে প্রশ্ন করলে অধীর চৌধুরি বলেছেন, ‘উনি লড়াকু, প্রতিবাদী, উনি বিজেপি’তে যোগ দেবেন বলে মনে করি না। কিন্তু বিজেপি’তে গেলে তো আর আমরা সমর্থন করতে পারি না। আমাদের অনুরোধ ভালো করে ভাবুন, আপনাকে মানুষ শ্রদ্ধা করে। এবার বিবেচনা করার দায়িত্ব আপনার।’

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও