চলতি বছর থেকেই চালু হচ্ছে সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক

দীর্ঘদিন থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি ও সিলেবাসে পরিবর্তনের চর্চা চলছে। খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন,  সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন পাঠক্রম চালু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিকাশ ভবন। এক নির্দেশিকা জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, তারা এই বিষয়ে রাজ্য সরকারের অনুমতি পেয়েছে। ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে নতুন পদ্ধতি ও সিলেবাসে উচ মাধ্যমিক। চলতি বছর থেকেই সেমিস্টার সিস্টেমে নেওয়া হবে পরীক্ষা। নতুন সিলেবাস এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য তাড়াতাড়ি জানিয়ে দেবে শিক্ষা সংসদ। ২০২৪ সালে যারা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেনীতে ভর্তি হবে তারা নতুন সিলেবাস ও সেমিস্টার সিস্টেমেই পরীক্ষা দেবে। একাদশ শ্রেনীর প্রথম সিমেস্টার পরীক্ষা হবে ২০২৪ সালের নভেম্বরে এবং দ্বিতীয়টি হবে ২০২৫ সালের মার্চ মাসে। পরের বছর যখন তারা দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেবে, তখন অর্থাৎ ২০২৫-২৬ সালে সিমেস্টার পদ্ধতিতেই পরীক্ষা দেবে। দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার হবে ২০২৫ সালের নভেম্বরে এবং দ্বিতীয় সেমিস্টার হবে ২০২৬ সালের মার্চে। দুই সেমিস্টারের রেজাল্টের ভিত্তিতে তৈরি হবে মার্কশিট। সিমেস্টারের পূর্ণমান কেমন হবে, তা জানিয়ে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যেসব ছাত্রছাত্রী একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উঠবে, তারা পুরনো পরীক্ষা পদ্ধতি মেনেই ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক দেবে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও