মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আঘাতের কারণে রক্তপাতও হয়েছে। তথ্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়ির চত্বরে হাঁটছিলেন, তখন তিনি পড়ে যান। যার কারণে তিনি গুরুতর আহত হয়। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত আছেন। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন রাজ্যের বিরোধী দলগুলিও। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি। দ্রুত সুস্বাস্থ্যের জন্য আমাদের প্রার্থনা তাঁর সাথে।” এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী লিখেছেন, “বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করি”। পাশাপাশি কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে জানিয়েছেন, “সম্ভবত আচমকা পড়ে গিয়ে তিনি গুরুতর জখম। মাথায় চোট, রক্তপাত। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে। অভিষেক তাঁকে হাসপাতালে নিয়ে যান। যা যা প্রয়োজন, পরীক্ষা প্রক্রিয়া চলছে।”