লোকসভা নির্বাচনের নির্ঘন্ট বাজতে চলেছে। এরই মাঝে রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর। ঈদের আগে সরকারি কর্মচারীদের ১৩.২ শতাংশ বোনাস বৃদ্ধি করেছে। রাজ্য সরকারের অর্থ দফতর এক বিজ্ঞপ্তি মারফৎ জানিয়েছে। ফলে সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস ৭০০ টাকা বৃদ্ধি করে ৬ হাজার টাকা করা হয়েছে। এর আগে পরিমাণ ছিল ৫,৩০০ টাকা। এই সুবিধা পাবেন যাঁদের মাসিক বেতন ৪২ হাজার টাকার মধ্যে।