বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ঘটনায় ক্ষমা চেয়েছে পতঞ্জলি আয়ুর্বেদ। পতঞ্জলি আয়ুর্বেদের ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণ সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এই ক্ষমাপ্রার্থনায় আবার বিজ্ঞাপন প্রচার না করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আচার্য বালকৃষ্ণ বলছেন, সংস্থাটির মিডিয়া বিভাগ সুপ্রিম কোর্টের আদেশ সম্পর্কে অবগত ছিল না। তিনি বলেছেন, এর উদ্দেশ্য ছিল পতঞ্জলি পণ্য খাওয়ার মাধ্যমে নাগরিকদের একটি সুস্থ জীবনযাপন করতে উৎসাহিত করা। আদালত স্বামী রামদেব এবং পতঞ্জলির এমডি আচার্য বালকৃষ্ণকে পতঞ্জলি আয়ুর্বেদের বিভ্রান্তিকর ওষুধের বিজ্ঞাপনের মামলায় ২ এপ্রিল আদালতে হাজির হতে বলেছে। কোম্পানি এবং আচার্য বালকৃষ্ণ নোটিশের একটি উত্তর দাখিল করেনি, যার কারণে এই আদেশ জারি করা হয়েছে। এখন তাকে আগামী তারিখে আদালতে হাজিরা দিতে হতে পারে। ১৯ মার্চ অনুষ্ঠিত শুনানিতে আদালত একটি নোটিশ জারি করেছিল এবং কেন তার বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করা হবে না তাও জানতে চেয়েছিল। বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চে শুনানি চলছে। এর আগে এই মামলার শুনানি হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। সেই শুনানিতে আদালত পতঞ্জলি আয়ুর্বেদের বিভ্রান্তিকর ওষুধের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছিল। এছাড়া অবমাননার মামলায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। উল্লেখ্য, আদালত গত বছর বিভ্রান্তিকর বিজ্ঞাপন না দেওয়ার নির্দেশনা দিলেও কোম্পানি তা উপেক্ষা করে। ২০২২-এ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এর দায়ের করা আবেদনের শুনানি করছিল সুপ্রিম কোর্ট। এতে বলা হয়েছে যে পতঞ্জলি কোভিড টিকা এবং অ্যালোপ্যাথির বিরুদ্ধে নেতিবাচক প্রচার করেছিল। একই সাথে, তিনি নিজের আয়ুর্বেদিক ওষুধ দিয়ে কিছু রোগ নিরাময়ের মিথ্যা দাবি করেছিলেন।