আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় ৯ জনকে টিকিট দেওয়া হয়েছে। প্রার্থীদের এই তালিকা তামিলনাড়ুর লোকসভা আসনের জন্য। ফলে রাজ্য বিজেপির প্রার্থী নিয়ে অপেক্ষার পালা বাড়লো। তৃতীয় তালিকায় তামিলনাড়ুর বিজেপি প্রধান কে. আন্নামালাইকে কোয়েম্বাটোর লোকসভা আসন থেকে টিকিট দেওয়া হয়েছে।অন্যদিকে, দুদিন আগে তেলেঙ্গানার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়া তামিলিসাই সুন্দররাজনকে চেন্নাই দক্ষিণ থেকে টিকিট দেওয়া হয়েছে। চেন্নাই সেন্ট্রাল থেকে বিনোদ পি. সেলভামকে প্রার্থী করেছে বিজেপি। যেখানে ভেলোর থেকে দল এ.সি শানমুগামকে টিকিট দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এল. মুরুগানকে নীলগিরি থেকে এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি. রাধাকৃষ্ণনকে কন্যাকুমারী লোকসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে।