বিহারে ফের সেতু তৈরি করতে বিপত্তি। শুক্রবার সুপলে তৈরি হওয়া দেশের বৃহত্তম বাকৌর সেতুর তিনটি পিলারের গার্ডার ভেঙে পড়ে।এতে ১জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন শ্রমিক। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে এবং ত্রাণ তৎপরতা চলছে। ৩০ জন শ্রমিককে চাপা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তথ্য অনুযায়ী, সুপলে নির্মাণাধীন সেতুর তিনটি স্ল্যাব পড়ে গেছে। ৫০, ৫১ ও ৫২ নম্বর পিলার সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে শুরু করে। মরিচা গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তথ্য প্রদান করে, সুপল ডিএম কৌশল কুমার বলেছেন, মারিচার কাছে একটি নির্মাণাধীন সেতুর একটি অংশ ভেঙে পড়ে ১জনের মৃত্যু হয়েছে। মধুবনি এবং সুপলের মধ্যে বাকৌর ব্রিজ তৈরি হচ্ছে। এটি দেশের দীর্ঘতম সেতু। এটি ভারত মালা প্রকল্পের অধীনে নির্মিত হচ্ছে। এই সেতুতে মোট ১৭১টি পিলার নির্মাণ করা হচ্ছে। যেখানে এখনও দেড় শতাধিক পিলার নির্মাণ করা হয়েছে। এই সেতুটি ১০.৫ কিলোমিটার দীর্ঘ। এই মেগা সেতু তৈরি হলে সুপল ও মধুবনির মধ্যে দূরত্ব কমে ৩০ কিলোমিটার হবে। এই সেতুর অভাবে বর্ষাকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুধু তাই নয়, দূরত্বও বেড়ে যায় ১০০ কিলোমিটার।