অরবিন্দ কেজরিওয়ালকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেপাজতে রাখার নির্দেশ দিল দিল্লির আদালত

 

অরবিন্দ কেজরিওয়ালকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেপাজতে রাখার নির্দেশ দিল দিল্লির আদালত। হেপাজতে নেওয়ার জন্য ইডি’র আবেদনে প্রথমে রায়দান স্থগিত রাখে দিল্লি রাউস অ্যাভেনিউ আদালত। শুক্রবারই কেজরিওয়ালকে গ্রেপ্তারির কড়া নিন্দা করেছে সিপিআই(এম) পলিট ব্যুরো।
এদিনই ‘ইন্ডিয়া’ মঞ্চের পক্ষে প্রতিনিধিদল কেজরিওয়ালের গ্রেপ্তারিতে প্রশ্ন তুলে দেখা করেছে নির্বাচন কমিশনের সঙ্গে। প্রতিনিধিদল বলেছে, নির্বাচনের দিন ঘোষণার পাশাপাশি নির্বাচনী আচরণ বিধি চালু হয়ে গিয়েছে। ক্ষমতা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন ঘোষণার পর বিরোধী দলের নেতা এবং একজন পদে আসীন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশন এই কার্যক্রম অনুমোদন করছে কেন।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও