জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র ইউনিয়ন নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনগুলি আবারও তুমুল জয় পেয়েছে। বামপন্থী প্রার্থী ধনঞ্জয় আরএসএস-সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি প্রার্থী উমেশ সি আজমিরাকে ৯২২ ভোটে পরাজিত করে জেএনইউএসইউ সভাপতি পদে জয়ী হয়েছেন। সভাপতি সহ চারটি আসনেই জয়ী হয়েছে বাম ছাত্র সংগঠন ও তাদের সমর্থিত প্রার্থীরা। সভাপতি, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে বাম প্রার্থীরা জয়ী হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদেও জয়ী হয়েছেন বাপসার প্রার্থী। বাপসার প্রার্থীকে বাম সংগঠনগুলোও সমর্থন করেছিল। ৪ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শুক্রবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জেএনইউএসইউ) নির্বাচনে ৭৩ শতাংশ ভোট পড়েছে। এটি গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।
উল্লেখ্য, সভাপতি পদের জন্য বামপন্থী বিজয়ী প্রার্থী হলেন ধনঞ্জয় স্কুল অফ আর্টস অ্যান্ড অ্যাসথেটিক্সের পিএইচডি ছাত্র। ধনঞ্জয় বিহারের গয়ার বাসিন্দা এবং দলিত সম্প্রদায় থেকে এসেছেন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। প্রায় ২৭ বছর পর, দলিত সম্প্রদায়ের একজন প্রার্থী জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি পদে জয়ী হয়েছেন।