চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে ঈদ বৃহস্পতিবার

হিজরি সালের রমাযানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপিত হয়। কিন্তু মঙ্গলবার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন হবে দেশটিতে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত জানান দেশটির ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তিনি বলেন, বাংলাদেশের কোনো জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই বুধবার ৩০ তম রোজা পূর্ণ হবে। অতএব, শাওয়াল মাস গণনা শুরু হবে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এবার একসঙ্গে ৩৫ হাজার মানু্ষের অংশগ্রহণে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও