ঈদের দিন প্লাকার্ড হাতে নিয়ে ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন

ইসরায়েলের বর্বর আগ্রাসনের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিন ভূখণ্ডটি। অসংখ্য মানুষের মৃত্যু, প্রিয়জন হারানোর বেদনা, তীব্র মানবিক সংকট, অনাহার আর দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঈদ বিশ্বের মুসলিমদের জন্য খুশি আর আনন্দের বার্তা নিয়ে এলেও, ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনের মৃত্যু উপত্যকা গাজার পরিস্থিতি ভিন্ন। মৃত্যু, বেদনা এবং ধ্বংসস্তূপের মধ্যেই ঈদ পালন করছে তারা। বৃহস্পতিবার ছাত্র সংগঠন এসআইও’র পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ এবং ইজরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের সুলিতলা ঈদগাহ প্রাঙ্গনে একটি মানবন্ধনের আয়োজন করা হয়। উপস্থিত সকলে প্লাকার্ড হাতে নিয়ে সংহতি প্রর্দশন করে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ শাখার কিশোর অঙ্গন সম্পাদক মদুদ আহমেদ, ব্লক সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও