গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্ত:সত্ত্বা মা, অলৌকিক ভাবে বাঁচল গর্ভস্থ সন্তান!

ফিলিস্তিন থেকে এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। গাজার রাফাহ শহরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্ত:সত্ত্বা এক মা। নিহত ওই নারীর গর্ভ থেকে এক জীবিত শিশুকন্যা প্রসব করা হয়েছে। পৃথিবীর আলো দেখার আগেই শিশুটি হারিয়েছে তার মাকে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারী ৩০ সপ্তাহের গর্ভবতী ছিলেন। এমারজেন্সি সি-সেকশন ডেলিভারির মাধ্যমে শিশুটিকে উদ্ধার করেন চিকিৎসকরা। জন্মের সময় শিশুটির ওজন ছিল ১.৪ কিলোগ্রাম। শিশুটির অবস্থা স্থিতিশীল। ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। নিহত ওই মহিলার নাম সাবরিন আল-সাকানি। কর্মকর্তারা জানিয়েছেন, দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় মেয়েটির মা, তাঁর বাবা ও বোনসহ ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের ১৩ শিশু রয়েছে।

নবজাতক মেয়েটির চাচা রামি আল-শেখ জানান, ‘তার বড় বোন মালাক বোন পৃথিবীতে আসছে শুনে খুব খুশি হয়েছিল। সে তার ছোট বোনের নাম রুহ রাখতে চেয়েছিল, যার আরবি অর্থ আত্মা।’ তবে ছোট বোন পৃথিবীতে আসার আগেই বিমান হামলায় মারা যায় মালাক। এদিকে রাফাহ হাসপাতালে শিশুটির যত্ন নেওয়া চিকিৎসক মোহাম্মদ সালামা জানান, নবজাতককে আরেকটি শিশুর সঙ্গে ইনকিউবেটরে রাখা হয়েছে। তাকে তিন থেকে চার সপ্তাহ হাসপাতালে রাখা হবে। ডাক্তার বলেন, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মেয়েটি বেঁচে গেলেও জন্মে অনাথ। তাই আমরা দেখব তাকে কোথায় পাঠাতে যায়। আত্মীয়দের মাঝে কার হেফাজতে দেওয়া যায়। বর্তমানে শিশুটিকে রাফার এক হাসপাতালে অন্য আরও এক শিশুর সাথে একটি ইনকিউবেটরে রাখা হয়েছে। তার বুক জুড়ে সেঁটে দেওয়া টেপে লেখা আছে ‘দ্য বেবি অব দ্য মারটায়ার সাবরিন আল-সাকানি’ (শহীদ হওয়া সাবরিন আল সাকানির সন্তান)।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও