ছেলেকে বাড়ি ফেরত আনতে গিয়ে দুর্যোগ, কার্নিশ ভেঙে মৃত্যু ১ ব্যক্তির!

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে কলকাতাতেও। রাত গভীর হতেই বাড়ছে বৃষ্টি, সঙ্গে বইছে দমকা হাওয়া। দুর্যোগের প্রকোপে এবার কলকাতা শহরে ভেঙে পড়ল বাড়ির একাংশ। বাইরে থাকা ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে মৃত্যু হল বাবার। ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগে ছেলে যাতে কোন বিপদে না পড়ে সেই কারনেই বাবা বাইরে যায়। রাস্তায় বের হলেই ঝড়-বৃষ্টি শুরু হয়। তৎক্ষনাৎ ওই ব্যক্তি একটি বাড়ির নীচে আশ্রয় নেই। সেই সময় বাড়ির একটি কার্নিশ মাথার উপর পড়ে। দ্রুত উদ্ধার করে ওই ব্যক্তিকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করে। ৫১ বছর বয়সী মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ সাজিদ। ঘটনাটি ঘটেছে এন্টালি থানার ১০ নম্বর বিবির বাগান এলাকায়। জানা গিয়েছে, রাত্রে আইপিএল ম্যাচ দেখতে ছেলে বন্ধুর বাড়ি গিয়েছিল। বাবা সাজিদ ঝড়-বৃষ্টির ভয়ে ছেলেকে বাড়ি আনার উদ্দ্যেশ্যে বাইরে বাহির হয়েছিলেন। আর এতেই প্রাণ গেলো সাজিদের।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও