উদ্ধার হওয়া মাংস কি সাংসদের? ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় আসছেন আনোয়ারুলের মেয়ে

কলকাতার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল হক খুন হয়েছে বলা হচ্ছে। নিউটাউনের ফ্লাটের সেপটিক ট্যাংক থেকে মঙ্গলবার কিছু মাংসের টুকরো ও চুল উদ্ধার করা হয়েছে। সেইসব মাংসের টুকরো সেই সাংসদের কিনা তা পরীক্ষা করে দেখা হবে। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য উদ্ধার হওয়া মাংস ও চুল আনোয়ারুলের পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষা করা হবে। সেই কারনে বাংলাদেশ থেকে কলকাতায় আসছেন আনোয়ারুলের কন্যা। উল্লেখ্য, বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন। এরপর স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। তদন্ত শুরু হয় দুই দেশে। ২২ মে সকালে সংবাদমাধ্যমে খবর আসে, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও