‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে অভিষেক, বললেন আমরা ঈশ্বরকে কি প্রতিষ্ঠা করতে পারি?

বিরোধী ‘ইন্ডিয়া’জোটের নেতারা পরবর্তী রণকৌশল ঠিক করতে দিল্লিতে বৈঠকে বসছে। বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে ডায়মন্ড হারবার কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূল সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন,” আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের জন্য দলীয় প্রতিনিধি হিসানে দলের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেছিলেন, যার জন্য আমি যাচ্ছি।” এদিকে বিজেপি দেশে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। এনডিএ জোট সরকার গঠন করলে স্থায়ী হবে কিনা প্রশ্নের জবাবে অভিষেক বলেন, “এক মাস আগে, বিজেপি মানুষের কাছে নির্দিষ্ট সংখ্যক আসন চেয়েছিল যাতে মমতা সরকার টিকে না থাকে। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে এনডিএ সরকার টিকে থাকবে কি না।সাধারণ মানুষের ক্ষমতাকে কখনই অবজ্ঞা করবেন না।” এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেন, “মানুষের ক্রোধ বিজেপির ফলাফলে প্রকাশ পাই। বিজেপি রাম মন্দিরকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত নির্বাচনী এজেন্ডা হিসাবে ব্যবহার করে। বিজেপি দাবি করে, আমরা রামমন্দির প্রতিষ্ঠা করেছি। একজন ব্যক্তি কিভাবে ঈশ্বরকে প্রতিষ্ঠা করতে পারে? কেউ করতে পারে কি? কারও মধ্যে কি সেই সামর্থ আছে? যে রামমন্দিকে নির্বাচনী এজেন্ডা বানালো সেই অযোধ্যায় বিজেপি হেরেছে। আমি এটাই বলতে চাই, প্রভু রাম আয়া, তো ইনসাফ আয়া।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও