মোদীর মন্ত্রিসভায় এত নেতানেত্রীদের পরিজন কেন? পরিবারতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

প্রধানমন্ত্রী মোদী বারবার কংগ্রেসকে পরিবারতন্ত্রের খোঁচা দিয়ে নিশানা করেন। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার পরিবারবাদ রাজনীতি নিয়ে মোদী সরকারকে পাল্টা নিশানা করেছেন। এনডিএ সরকারকে ‘পরিবার মণ্ডল’ বলেও অভিহিত করেছেন। তিনি মোদী সরকারের অন্তর্ভুক্ত অনেক মন্ত্রীর কথাও উল্লেখ করেছেন যারা রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। রাহুল গান্ধী ‘এক্স’ হ্যান্ডেলের এক পোস্টে লিখেছেন, ‘যারা প্রজন্মের সংগ্রাম, সেবা এবং আত্মত্যাগের ঐতিহ্যকে স্বজনপ্রীতি বলে অভিহিত করে তারা তাদের ‘সরকারি পরিবার’-এর মধ্যে ক্ষমতার আকাঙ্ক্ষাকে ভাগ করছে। তিনি বলেন, ‘কথা ও কাজের মধ্যে এই পার্থক্যকে নরেন্দ্র মোদী বলে।’

রাহুল তাঁর পোস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার ছেলে এইচডি কুমারস্বামী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধব রাও সিন্ধিয়ার ছেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অরুণাচল প্রদেশের প্রথম প্রোটেম স্পিকার রিনচিন খারুর ছেলে কিরেন রিজিজু, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী একনাথ খাড়সের পুত্রবধূ রক্ষা খাড়সের কথা উল্লেখ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-এর নাতি জয়ন্ত চৌধুরীকে এনডিএ-র ‘পারিবার মন্ডলের’ অংশ হিসাবে বর্ণনা করেছেন।এই তালিকায় তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরি ঠাকুরের ছেলে রাম নাথ ঠাকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী টেরেন্স নাইডুর ছেলে রাম মোহন নাইডু, প্রাক্তন সাংসদ জিতেন্দ্র প্রসাদের ছেলে জিতিন প্রসাদ, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে রাও ইন্দ্রজিৎ সিংকে অন্তর্ভুক্ত করেছেন। মন্ত্রী রাও বীরেন্দ্র সিং এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বেদ প্রকাশ গয়ালের ছেলে পীযূষ গয়ালের নামও অন্তর্ভুক্ত ছিল। রাহুল গান্ধীর তালিকায় রয়েছে, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রবনীত সিং বিট্টু, আপনা দলের প্রতিষ্ঠাতা সোনেলাল প্যাটেলের মেয়ে অনুপ্রিয়া প্যাটেল, উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী মহারাজ আনন্দ সিংয়ের ছেলে কীর্তি বর্ধন সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসওয়ান এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ জয়শ্রী বন্দ্যোপাধ্যায়ের জামাই জেপি নাড্ডা।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও