দিল্লি হাইকোর্টে জামিন স্থগিত কেজরিওয়ালের

দিল্লির আবগারি নীতি মানি লন্ডারিং মামলায় দিল্লি হাইকোর্ট থেকে স্বস্তি পাননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আদালত আপাতত তাঁর জামিন স্থগিত করে রায় বহাল রেখেছেন। দুই থেকে তিন দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। ততদিন তাকে তিহার জেলেই থাকতে হবে।
আসলে, বৃহস্পতিবার রাউজ অ্যাভিনিউ কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয়। বিচারপতি ন্যায় বিন্দুর বেঞ্চ বলেছিল, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির কাছে সরাসরি কোনও প্রমাণ নেই। আদালত এক লাখ টাকার জামিন বন্ডে কেজরিওয়ালকে জামিন দিয়েছে। নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করে ইডি। বিচারপতি সুধীর জৈন ও বিচারপতি রবিন্দর দুদেজার বেঞ্চে ইডির আইনজীবী এসভি রাজু বলেন, নিম্ন আদালতের সিদ্ধান্ত সঠিক নয়। আমরা আমাদের যুক্তি উপস্থাপনের পুরো সময় পাইনি। ইডির পক্ষে এএসজি এসভি রাজু, কেজরিওয়ালের পক্ষে অভিষেক মনু সিংভি এবং বিক্রম চৌধুরী প্রায় ৫ ঘণ্টা যুক্তি উপস্থাপন করেন। পাঁচ ঘণ্টা শুনানি শেষে বেঞ্চ রায় সংরক্ষিত রাখে এবং সোমবার (২৪ জুন) মধ্যে সব আইনজীবীকে লিখিত যুক্তি দাখিল করতে বলে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও