সংসদে রাহুল গান্ধীর বক্তব্য, স্পিকারের কাছে সুরক্ষা চাইলেন অমিত শাহ

সোমবার রাহুল গান্ধী বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথম ভাষণ দেন। রাহুল বক্তৃতার সময় অগ্নিবীর শহীদের ক্ষতিপূরণ না পাওয়ার দাবি এবং হিন্দু সমাজ নিয়ে তার মন্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় হয়। রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিবাদ করেছেন প্রধানমন্ত্রী মোদী সহ বিজেপির অনেক নেতাও। তবে অনেক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে দেখা গেছে তাঁকে। এবিপি এক প্রতিবেদনে তুলে ধরেছে, সিনিয়র সাংবাদিক প্রভু চাওলাও রাহুল গান্ধীর বক্তৃতার বিষয়ে বলেছেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কেবল তাঁর এজেন্ডায় কথা বলবেন।  রাহুল গান্ধীর বক্তব্য প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক প্রভু চাওলা বলেন, ‘আমি দশটি সংসদ কভার করেছি এবং আটজন প্রধানমন্ত্রীর কথা শুনেছি। কোনো প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে এভাবে বাধা দিয়েছেন বলে মনে পড়ে না। এই প্রথম বিরোধীদলীয় নেতা এসেছিলেন এই ভেবে যে, যে ইস্যুতে কথা বলার ছিল সেসব বিষয়ে তিনি কথা বলবেন না। তিনি অবশ্যই রাষ্ট্রপতির ভাষণের রেফারেন্স দিয়েছিলেন। রাজনৈতিক বক্তৃতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি এসেছেন। মনে হচ্ছিল তিনি প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীদের উস্কানি দিতে চেয়েছিলেন। তিনি আরও বলেছেন, তিনি সংসদের মাধ্যমে সেই বিষয়গুলি উত্থাপন করছেন যেগুলির উপর নির্বাচনও হয়েছে, তা নিট, কৃষক বা যুবকই হোক। বক্তাকেও রক্ষণাত্মক মনোভাব অবলম্বন করতে হয়েছে। তাঁকে বলতে হয় প্রধানমন্ত্রী বড়, তাই তাঁর সামনে মাথা নত করেন। অগ্নিবীর প্রকল্প নিয়ে প্রশ্ন তোলায় রাজনাথ সিংও এর বিরোধিতা করেন। প্রথমবার দেখলাম অমিত শাহ স্পিকারের কাছে সুরক্ষা চাইছেন। প্রথম দফায় তিনি ক্ষমতাসীন দলকে পরাজিত করতে দেখা যাচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখানে আক্রমণ করতে এসেছেন এবং তিনি আত্মরক্ষা করবেন না।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও