রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ বৃদ্ধি করে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এই সুবিধে পাবে প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক, এসএসকে ও এমএসকে-র শিক্ষাকর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরাও। চলতি বছরের ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী স্বয়ং ব্রাত্য বসু ‘এক্স’ হ্যান্ডলে একটি পোস্ট মারফৎ এই খবর জানিয়েছেন। সিভিক ভলান্টিয়ার, গ্রাম্য পুলিশ ভলেন্টিয়ার এবং হোম গার্ড ভলান্টিয়ারও এই সুবিধা পাবেন।