স্থগিত নিট ইউজি কাউন্সেলিং

নিট ইউজি সংক্রান্ত একটি বড় খবর সামনে এসেছে। চলতি বছরে স্নাতক মেডিকেল কোর্সে ভর্তির জন্য নিট ইউজি কাউন্সেলিং স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে।

https://x.com/ANI/status/1809477820810182668?t=82KtUAzgdVmogB4AnKNVbQ&s=19

নিট ইউজি কাউন্সেলিং স্থগিত করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পুরো নিট ইউজি সমস্যা দিন দিন খারাপ হচ্ছে। এতে স্পষ্ট বোঝা যায় নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী ও নন বায়োলজিক্যাল শিক্ষামন্ত্রী এ ব্যাপারে কতটা অদক্ষ ও সংবেদনশীল। আমাদের লাখ লাখ যুবকের ভবিষ্যৎ তাদের হাতে মোটেও নিরাপদ নয়।’

https://x.com/Jairam_Ramesh/status/1809480933092843732?t=Q71ensHndjt5-CDjLWHrYw&s=19

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও