মোবাইলে অনলাইন গেমে আসক্তি! টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে আত্মঘাতী এক ছাত্র

সম্প্রতি তরুণ প্রজন্মের মাঝে মোবাইলের আসক্তি দিন দিন বাড়ছে। মোবাইলে অনলাইন গেমের প্রতি বাড়ছে চাহিদাও। প্রতিক্ষণে গেমেই ব্যস্ত জীবন অতিক্রম করছে তারা৷ এতে বাড়ছে পারবারিক মনোমালিন্য ও বিপথে ঝুঁকে যাওয়ার প্রবণতা। এমনই এক ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের শেরপুর এলাকায়। মোবাইলে অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে এক দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের পড়ুয়া। পরিবারের দাবি, গেমের টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা করেছে অর্ঘ্য ভট্টাচার্য নামে ওই তরুণ। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বছর ১৮-এর অর্ঘ পড়াশোনায় ভালোই ছিলেন। কিন্তু কয়েক মাস আগে পরিবারের কাছে মোবাইল কিনে নেন। পড়াশোনার সুবিধার কথা চিন্তা করেই মোবাইল কিনে দেওয়া পরিবারের। কিন্তু ধীরে ধীরে ছেলের শুরু হয় অনলাইন গেমের প্রতি আসক্তি। মাঝে মাঝে পরিবারের কাছে গেম কেনার টাকা চাইতেন। হাতখরচ হিসাবে সেই চাহিদা পূরনও করতো পরিবার। পরবর্তীতে পড়াশোনার ক্ষতি হচ্ছে ভেবে মোবাইল কম ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় টাকা দেওয়া। পরিবার দাবি করেছে, এতে তাদের সন্তান হতাশ হয়ে পড়েছিলেন। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, সোমবার ঘরের ভেতরে উদ্ধার করা হয় ছেলের ঝুলন্ত দেহ। পরে দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে কাঁথি থানার পুলিশ।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও