সুপ্রিম কোর্টের নির্দেশে নিট ইউজির কেন্দ্র ভিত্তিক ফল প্রকাশ

নিট ইউজির ফলাফল ঘোষণা করেছে এনটিএ। শহর ও কেন্দ্র অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা exam.nta.ac.in/NEET/ অথবা neet.ntaonline.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের আবেদন নম্বরের মাধ্যমে ফল জানতে পারবে। এই প্রথম সুপ্রিম কোর্টের নির্দেশে নিট ইউজির সমস্ত পরীক্ষার্থীর ফলাফল আবার প্রকাশ করা হল। ৫ মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষার ফলাফল এর আগে ৪ জুন প্রকাশিত হয়েছিল। মোট ৬৭ জনকে টপার ঘোষণা করা হয়েছিল, যার বিষয়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। সুপ্রিম কোর্টের আদেশের পরে, আজ এনটিএ পরীক্ষার শহর এবং কেন্দ্র অনুসারে নিট ইউজির ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ২৩ লাখেরও বেশি প্রার্থীর ফলাফল ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের পরিচয় গোপন করে শহর ও কেন্দ্র ভিত্তিক ফল প্রকাশ করার আদেশ দিয়েছিল আদালত।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও