মোদী সরকারের ‘কুর্সি বাঁচাও’ বাজেট : রাহুল গান্ধী

তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী সরকারের প্রথম বাজেটের প্রশংসা করছেন বিজেপি নেতারা। একই সঙ্গে এই বাজেট নিয়ে মোদী সরকারকে নিশানা করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। রাহুল এটাকে ‘কুর্সি বাঁচাও’ বাজেট বলেছেন। রাহুল গান্ধী এই বাজেটকে তার মিত্রদের খুশি করার বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, অন্যান্য রাজ্যের খরচে বাজেটে তাদের (মিত্রদের) ফাঁপা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাহুল বলেন, বন্ধুদের খুশি করতেই এই বাজেট আনা হয়েছে। এএ (আদানি আম্বানি) এতে লাভবান হবেন এবং সাধারণ ভারতীয় কোনো স্বস্তি পাবেন না। শুধু তাই নয়, এই বাজেটকে কপি পেস্ট বলে অভিহিত করেছেন রাহুল গান্ধী। কংগ্রেসের ইস্তেহার এবং আগের বাজেট থেকে নকল করা হয়েছে বলে দাবি করেন রাহুল। উল্লেখ্য,  এনডিএ জোটের শরিক দল হিসাবে অন্ধ্রপ্রদেশের নাইডুর টিডিপি এবং বিহারের নীতিশ কুমারের দল রয়েছে। এইবারের বাজেটে দুই রাজ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।

https://x.com/RahulGandhi/status/1815672226584166514?t=i_7NJ1TBTyz4XQvTf2LFAw&s=19

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও