দুর্গাপুজো কমিটির জন্য সরকারি অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর কমিটিগুলিকে ৭০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। চলতি বছরে অনুদান বৃদ্ধি করে ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় ৪৩ হাজারেরও বেশি পুজো কমিটি এর মধ্যে অন্তর্ভুক্ত। আগামী বছরে ১ লক্ষ টাকা করা হবে বলেও জানান তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলিকে বিদ্যুত বিলেও ৭৫ শতাংশ ছাড় দেওয়ার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, “প্রতি বছরের ন্যায়, এই বছরেও পুজো কমিটিগুলিকে আমরা ৮৫,০০০ টাকা অনুদানের ঘোষণা করলাম। বিগত বছরের থেকে অনুদানের পরিমাণ ১৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আগামী বছরের আর্থিক অনুদান আমি ঘোষণা করেছি, যার পরিমাণ ১ লক্ষ টাকা। বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণাও করেছি। আগামী ১৫ অক্টোবর, ২০২৪-এ আমাদের সকলের প্রিয় দুর্গাপূজার কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে।”

https://www.facebook.com/share/p/eMULG28tXDz4jHJ9/?mibextid=oFDknk

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও