ভয়াবহ গঙ্গা ভাঙন! নদীগর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি

গত কয়েকদিন ধরেই গঙ্গা নদীতে জল স্তর বাড়ছে। বিগত বছরের মতো ফের শুরু হয়েছে নদী ভাঙন। ভয়াবহ ভাঙনে গঙ্গাগর্ভে তলিয়ে যেতে শুরু করেছে একের পর এক বাড়ি। সোমবার মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের শিবপুরে সকাল থেকে নতুন করে শুরু হয়েছে ভাঙন। অন্তত ১০টি বাড়ি নদীতে বিলীন হতে দেখা গিয়েছে। ভাঙনের ত্রাসে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় গ্রামবাসীদের মাঝে। নদীগর্ভে বাসস্থানের সম্বল হারানো বেশিরভাগই দিনমজুর মানুষ। ভাঙনের কবলে চিন্তার ভাঁজ গঙ্গা তীরবর্তী স্থানীয় বাসিন্দাদের। আমার বাড়িটাও চলে যাবেনা তো? এই আতঙ্কেই প্রহর গুনছে মানুষগুলো। কেউ কেউ আতঙ্কে নিজেদের বাড়িঘর ভেঙে অন্যত্র আশ্রয় নিচ্ছে। জল স্তর বৃদ্ধির ফলে সামনের দিনেও ভাঙন দেখা যেতে পারে। এদিকে শিবপুরে নতুন করে গঙ্গা ভাঙ্গন নিয়ে সামসেরগঞ্জ ব্লকের বিডিও সুজিতচন্দ্র লোধ স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ভাঙনের খবর আসার পর আমাদের একটা টিম পাঠিয়েছি। আমরা এখনকার মতো খাবার, জামাকাপড় সহ প্রয়োজনীয় কিছু জিনিসের ব্যবস্থা করছি।” তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষদের কাছাকাছি কোন জায়গায় থাকার ব্যবস্থা করার আলোচনাও চলছে। সামশেরগঞ্জ ব্লকের বিডিও আরও বলেন, “প্রায় ১০ টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে এবং ২০-২৫ টি পরিবার বাড়িঘর ভেঙে আতঙ্কে অন্যত্র সরে যেতে শুরু করেছেন।” গঙ্গা তীরবর্তী এলাকাতেই অবস্থিত নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওয়াকিল আহমেদ বলেন, সকাল থেকে গঙ্গা ভাঙনের কারনে কোন ছাত্রছাত্রী উপস্থিত হয়নি। বিদ্যালয়টি নদী থেকে ১০০ মিটারের কম দূরত্বে আছে। ফলে আমরাও আতঙ্কে আছি, আমাদের বিদ্যালয়টি আদৌও টিকে থাকবে কিনা। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই গঙ্গা নদীর ভাঙন নদী তীরবর্তী মানুষদের কাছে এক আতঙ্কের নাম। কয়েক বছরে বিঘা বিঘা জমি, বাড়িঘর গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। সামশেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ, ঘনশ্যামপুর, চাচন্ড, লোহরপুর , শিবপুর, ধানঘড়া সহ একাধিক এলাকা ভাঙনের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও